রাসূল দ. এর শান

#রাসূল দ. কতটুকুর জন্য রহমত বৈজ্ঞানিক দৃষ্টিতে কিছু তত্ত্ব.....

পবিত্র কোরআনুল হাকিমে সূরা আম্বিয়া ১০৭ নাম্বার আয়াত রব্বুল আলামীনের ঘোষণা "রহমত স্বরপ আপনাকে প্রেরণ করলাম" আমি আল্লাহ যতটুকুর জন্য رب العلمين আপনাকে বানালাম ততটুকুর জন্য رحمة العلمين সারা আলম এর জন্য রহমত।

৮০ হাজার মতান্তরে ৯০ হাজার আলম রয়েছে.........


একটা আলম এর পরিচয় জানি, বাংলাদের আয়তন প্রায় সকলের ই জানা আছে, ঘুরতে গেলে অনেক বড় মনে হয় দেশকে, কিন্তুু বাংলাদেশ থেকে প্রায় ২০০ গুন বড় রাশিয়া এবার একটু চিন্তা করেন পৃথিবীটা কত বড়!!


পৃথিবী থেকে ১৩ লক্ষগুন বড় সূর্য, যার দূরত্ব ১৫ কোটি কিলোমিটার, পৃথিবী থেকে এই ১৩ লক্ষগুন বড় সূর্য,এমন প্রায় ৩০ লক্ষ সূর্য মিলে একটা "মেইন সিকুয়েন্স" তারকার সমান যা আমরা সচরাচর চোখে দেখে থাকি, 


সবচেয়ে বড় তারকা হলো ইউ ওয়াই স্কিউটি( UY Scuti), এটি আমাদের সূর্যের চেয়ে ১হাজার গুনের চেয়ে বেশি প্রশস্ত।

যার বয়স প্রায় ১,৩২০ কোটি বছর।এটি একটি লাল মহাদানব(Red Supergiant)

এমন তারকাদের হাইড্রোজেন জ্বালানী ফুরিয়ে গেলে তখন এদের নাম দেওয়া হয় দানব, আমাদের আলো দেওয়া সূর্য এই দানব এর অবস্থায় পৌছতে আরো ৫বিলিয়ন বছর লাগবে😰😰


এত বড় বড় ১/২ তারকা নয় প্রায় ২০হাজার তারকা মিলে একটা গ্যালাক্সি (Galaxy)সমান, লক্ষ-কোটি নক্ষত্র জগত নিয়ে গড়ে উঠেছে এক একটা ছায়াপথ, লক্ষ-কোটি ছায়াপথ নিয়ে গঠিত এক একটা Galaxy।


পৃথিবী থেকে কতবড় একটা Galaxy..?

এটা নয় বরং Galaxy থেকে কত ছোট পৃথিবী সেটা। একটি বিন্দুকে লক্ষ-কোটি ভাগ করলেও তার আকারের ধারে-কাছেও যাবে না,


সবচেয়ে বড় Galaxy হলো "ইউডিএফওয়াই-৩৮১৩৫৫৩৯(udfy)" এর দূরত্ব পৃথিবী থেকে ১হাজার ৩১০ কোটি আলোকবর্ষ দূরে চলুন জানি ১ আলোকবর্ষ কতটুকু? 

আলো প্রতি সেকেন্ডে ১লাক্ষ ৮৬ হাজার মাইল দূরত্ব অতিক্রম করতে পারে। সে হিসাবে আলো ১বছরে ৬লক্ষ কোটি মাইল দূরে যেতে পারে,১বছরে যে আলো ৬লক্ষ কোটি মাইলে দূরত্ব অতিক্রম করতে পারে, এরই নাম এক আলোকবর্ষ।


এত দূরে থাকা, এত বড় একটা নয়, দুইটা নয় প্রায় সারে ১২ লক্ষ Galaxy মিলে ১টা আলম, এমন ৯০হাজার আলম এর জন্য আমার নবী রহমত, সুবহানআল্লাহ


অাল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আমাদের সকলকে সেই নবী গোলামী এবং বেশি বেশি দুরুদ পড়ার তাওফিক দান করুক

       💜 💜💜আমিন💜💜💜

মন্তব্যসমূহ